পুলিসি নিষ্ক্রিয়তাকে কাঠগড়ায় তুলে রোদ্দুর রায়ের বিরুদ্ধে দায়ের অভিযোগ

| Mar 10, 2020, 18:20 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্রভারতী-বিতর্কের পর রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বেলেঘাটা থানায়। তাঁর বিরুদ্ধে অপসংস্কৃতি ছড়ানোর অভিযোগ উঠেছে।    

2/6

আগামিকাল রাজ্যের ২৩টি জেলার বিভিন্ন থানায় একই অভিযোগ দায়ের করা হবে বলে জানান শিক্ষক মহিদুল ইসলাম। তাঁদের অভিযোগ, রবীন্দ্রভারতীর ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা উচিত ছিল পুলিসের। কিন্তু কোনও ব্যবস্থাই নেয়নি। সে কারণে অভিযোগ দায়ের করেছে তাদের সংগঠন।   

3/6

আগামিকাল রাজ্যের ২৩টি জেলার বিভিন্ন থানায় একই অভিযোগ দায়ের করা হবে বলে জানান শিক্ষক মহিদুল ইসলাম। তাঁদের অভিযোগ, রবীন্দ্রভারতীর ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা উচিত ছিল পুলিসের। কিন্তু কোনও ব্যবস্থাই নেয়নি। সে কারণে অভিযোগ দায়ের করেছে তাদের সংগঠন।   

4/6

আগামিকাল রাজ্যের ২৩টি জেলার বিভিন্ন থানায় একই অভিযোগ দায়ের করা হবে বলে জানান শিক্ষক মহিদুল ইসলাম। তাঁদের অভিযোগ, রবীন্দ্রভারতীর ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা উচিত ছিল পুলিসের। কিন্তু কোনও ব্যবস্থাই নেয়নি। সে কারণে অভিযোগ দায়ের করেছে তাদের সংগঠন।   

5/6

রবীন্দ্রনাথের 'সেদিন দুজনে দুলেছিনু বনে' গানটি অশ্লীল শব্দ ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। সেই গানই বেজেছিল হাবড়ার একটি কলেজে। দিন কয়েক আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ৪ ছাত্রীর পিঠে লেখা হয়েছিল ওই শব্দগুলি। সেনিয়ে শুরু হয় বিতর্ক। 

6/6

ঘটনার পর রোদ্দুর রায় অবশ্য নিজের অবস্থান বদলাতে নারাজ। ভিডিয়োবার্তায় রোদ্দুর রায় সাফাই দিয়েছেন,আসল ঘটনায় নজর নেই। ছোট ছোট বাচ্চাদের নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।