ঘরে বিকিনি পরে তোলা ছবি পোস্টে আপত্তি, তবে অন্তর্বাসে বাইরে তোলা ছবিতে মিলবে অনুমতি

Dec 28, 2020, 19:21 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: ৩১ বছরের এক শিল্পীর ছবি মুছে দিল সোশ্যাল সাইট Bumble। কারণ , সেই গুলি ছিল বিকিনি শ্যুটের ছবি। সেই ছবি নাকি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে বলে জানিয়েছে ওই অ্যাপ সংস্থা। 

2/10

লস অ্যাঞ্জেলের Cali Rockowitz  তার বেশ কিছু ছবি আপলোড করেন নিজের Bumble প্রোফাইলে। যেখানে তিনি কালো রঙের অন্তর্বাসের সঙ্গে সাদা প্যান্ট পরে ছিলেন। ঘরের ভিতর একটি ক্যানভাসের সামনে তোলা হয়েছে ওই ছবি।

3/10

ফটো আপলোড করার সঙ্গে সঙ্গেই তা মুছে ফেলে ওই সোশ্যাল সাইট। ওই শিল্পী  প্রথমে মনে করেন, হয়ত ভুলবশত ছবিটি মুছে গিয়েছে। কিন্তু, পরবর্তীকালে ফের ছবি আপলোড করার চেষ্টা করলে ব্যর্থ হন। তখন মেইল করেন সোশ্য়াল সাইটের সংস্থাকে। 

4/10

তিনি জিজ্ঞাসা করেন, আমি অন্তর্বাস পরা দুটি ছবি কেন আপলোড করতে পারছি না? তখন অ্যাপ সংস্থা থেকে জানান হয়, ওটি আপত্তিকর ছবি। 

5/10

এরপর জ্যাকেট পরা আরও একটি ছবি আপলোড করেন, তখনও সেই ছবি মুছে ফেলে পুনরায় সোশ্যাল সাইটের গাইডলাইন পাঠানো হয় তাঁকে। 

6/10

এরপর তিনি ফটোশপ করে নিজেকে বাইরের বেশ কিছু ঐতিহ্যের সামনে রেখে সেই ফোটো আপলোড করেন। অবাক কাণ্ড সেই ফটোতে আপত্তি করে না  Bumble। 

7/10

তখন তাদের প্রশ্ন করা হলে, জানান হয়, বাইরে অন্তর্বাস পরে তোলা ছবিতে অনুমতি মিলবে।  

8/10

9/10

10/10