Abhishek Banerjee Birthday: অভিষেকের জন্মদিনে জনসংযোগ!

| Nov 07, 2023, 19:34 PM IST
1/6

মঙ্গলবার ৭ নভেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর জন্মদিন। সেই উপলক্ষেই কালিঘাটে দলের কর্মী সমর্থকরা করেছিলেন ভিড়।

2/6

অভিষেক ব্যানার্জীও তাঁর সমর্থকদের নিরাশ করেননি। দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি বাড়ি থেকে বেড়িয়ে এসে তাঁর সমর্থকদের সঙ্গে সময় কাটান। সঙ্গে ছিল তাঁর পুত্র এবং কন্যা।

3/6

সমর্থকদের মধ্যে কেউ এনেছিলেন কেক, কেউবা মিষ্টি, আবার কেউবা এনেছিলেন ফুল। সেইসব গ্রহণও করেছেন তিনি। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে সময়ও কাটান এই যুব নেতা।

4/6

৩৭ এ পা দিলেন তৃণমূল কংগ্রেসের এই যুব নেতা। শুভেচ্ছা জানাতে এসেছিলেন দলের বেশ কিছু নেতা মন্ত্রীও। অনুরাগীদের উত্তেজনার পাশাপাশি সকলের নজর কাড়ে তাঁদের আনা বাজনার শব্দ।

5/6

২০১২ সালের জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি রূপে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন।

6/6

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত ১৬তম লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ২০১৪ সালের সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হন তিনি।