কাশ্মীরে নিহতদের শ্রমিকদের বাড়িতে অধীর, গ্রামে দাঁড়িয়ে ফোন করলেন অমিত শাহকেও

| Oct 30, 2019, 17:40 PM IST
1/5

বুধবার সকালে সাগরদিঘির বহাল গ্রামে নিহত শ্রমিকদের বাড়িতে যান বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বহাল গ্রামে দাঁড়িয়েই তিনি ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবের সঙ্গে। মৌমিতা চক্রবর্তী

2/5

এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন, "এই ঘটনায় বহু মানুষ আতঙ্কিত।  আরও অনেক মানুষ মুর্শিদাবাদ থেকে কাশ্মীরে গিয়েছেন কাজ করতে, তাঁদের ব্যাপারে কোনও খোঁজখবরই পাওয়া যাচ্ছে না। মৌমিতা চক্রবর্তী

3/5

শ্রমিকদের পরিবার জানায়, মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এ বিষয়ক হেল্প লাইন বা কোনও বিকল্প ব্যবস্থার দাবি জানান কংগ্রেস সাংসদ।  মৌমিতা চক্রবর্তী

4/5

মৃতের পরিবারকে ক্ষতিপূরণের সঙ্গে পরিবারের জন্য একটা চাকরির ব্যবস্থা করার কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের কাছে অনুরোধ করেছেন অধীর রঞ্জন।  মৌমিতা চক্রবর্তী

5/5

রুটি-রুজির সন্ধানে বাইরে থেকে আসা শ্রমিক মজুরদের সুরক্ষার কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবারই কাশ্মীরের কুলগামে কাজ করত যাওয়া পাঁচ শ্রমিককে হত্যা করেছে জঙ্গিরা। তাঁরা প্রত্যেকেই সাগরদিঘির বহালনগরের বাসিন্দা। মৌমিতা চক্রবর্তী