হ্রদ ফেটে আসছে আরেক ভয়ংকর হড়পা! এবার জলকাদার নীচে ডুবতে পারে গোটা ডুয়ার্সই?
Sikkim Disaster | Shako Cho Lake | GLOF: জল-বিস্ফোরণ! পাহাড় জুড়ে প্রায় তাইই ঘটছে ইদানীংকালে। এর আগে কেদারনাথে, অতি সম্প্রতি সিকিমের সাউথ লোনক হ্রদে। এবার আসছে আর এক ভয়ংকর বিপর্যয়! কবে, কোথায়?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল-বিস্ফোরণ! পাহাড় জুড়ে প্রায় তাইই ঘটছে ইদানীংকালে। এর আগে কেদারনাথে, অতি সম্প্রতি সিকিমের সাউথ লোনক হ্রদে। এবার আর এক ভয়ংকর বিপর্যয় ঘটতে চলেছে! সম্প্রতি মেঘভাঙা বৃষ্টি ও হিমবাহগলা জলে উত্তর সিকিমের সাউথ লোনক হ্রদ ভেঙে হড়পা বান ঘটে। তিস্তা-অববাহিকায় এই বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩-র মতো। এরই মধ্যে ভাঙনের মুখে উত্তর সিকিমের আরও এক হিমবাহগলা জলে সৃষ্ট হ্রদ-- নাম তার সাকো চো। সেখানেও জারি হয়েছে হাই অ্যালার্ট। তাই ফের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
1/8
হিমবাহ-হ্রদ ফেটে
2/8
আচমকা জলস্ফীতি
photos
TRENDING NOW
4/8
গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড
5/8
সুন্দর নিমেষেই ভয়ংকর
6/8
আতঙ্ক
7/8
ভয়াল
8/8
৬০০ ফুট গভীর সাকো চো
photos