Nakhoda Masjid: ঈদের সকালে ভিড় নাখোদা মসজিদে, উৎসবের মেজাজে মানুষ

May 03, 2022, 09:15 AM IST
1/6

উৎসবের মেজাজে মানুষ

festive mood

২০২০ এবং ২০২১ সালে কোভিড আবহে পরিপূর্ণ ভাবে পালন করা যায়নি ঈদ উল ফিতর। এবার সব বাধা কেটে গিয়ে পুরোদস্তুর উৎসবের মেজাজে মানুষ।

2/6

কখন মসজিদে এলেন মানুষ

when did people reach the masjid

কাঁটায় কাঁটায় সকাল সোয়া ছটায় নাখোদা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ।

3/6

তিলধারণের জায়গা নেই রাস্তায়

roads are also filled

সামনে রবীন্দ্র সরণী ও জাকারিয়া ষ্ট্রীট সংযোগস্থলেও তিলধারণের জায়গা নেই।

4/6

একসঙ্গে নমাজ পাঠের ব্যবস্থা

namaz together

বিগত দুবছর ছোট ছোট শিফটে বিশেষ নমাজ পাঠ হয়েছিল। এবার সবার জন্যই একসঙ্গে নমাজ পাঠের ব্যবস্থা।

5/6

কারা কারা ছিলেন সেখানে

who all were present?

উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা এবং নাখোদা মসজিদ পরিচালন সমিতির অন্যতম সদস্য ইরফান আলি তাজ।

6/6

বর্ষণমুখর ঈদ

rain on eid

ঈদের দিনে সকাল থেকেই বর্ষণমুখর কলকাতা। দমকা হাওয়া এবং সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই।