এক সময় ইংরেজি বলতে পারতেন না, এখন ইনিই ইংরেজি শেখানো সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর

May 09, 2020, 18:54 PM IST
1/5

রাহানে ইংরেজি শিখছেন

রাহানে ইংরেজি শিখছেন

এক সময় ইংরেজিতে কথা বলতে পারতেন না তিনি। ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর পুরস্কার নিতে গিয়েও বেজায় অপ্রস্তুত হয়ে পড়তেন। সেই অজিঙ্ক রাহানেই কি না এখন ইংরেজি শেখানোর মোবাইল অ্যাপ—এর ব্র্যান্ড আম্বাসাডর। 

2/5

রাহানে ইংরেজি শিখছেন

রাহানে ইংরেজি শিখছেন

১১টি টেস্ট খেলে ৪২০৩ রান করেছেন রাহানে। তিনি এদিন বললেন, আগে তো কাউন্টি ক্রিকেটে খেলা দলগুলার নাম উচ্চারণ করতে পারতাম না। তার পর একদিন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে গিয়ে হর্ষ ভোগলের সামনে অপ্রস্তুতে পড়লাম। সেদিনই ঠিক করেছিলাম, ভাল করে ইংরেজি শিখতে হবে।

3/5

রাহানে ইংরেজি শিখছেন

রাহানে ইংরেজি শিখছেন

যে ম্যাচের কথা রাহানে বললেন সেটিতে তিনি ১০৪ বলে ৯১ রান করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ জিতেছিল ভারতীয় দল। 

4/5

রাহানে ইংরেজি শিখছেন

রাহানে ইংরেজি শিখছেন

টিম ইন্ডিয়ায় কাকে আপনি এই ইংরেজি শেখার অ্যাপ ব্যবহার করতে বলবেন? এমন প্রশ্ন অবশ্য মজা করে এড়িয়ে গেলেন রাহানে। বললেন, ইন সুইং আর আউট সুইং বাঁচিয়ে খেলতে পারি আমি।

5/5

রাহানে ইংরেজি শিখছেন

রাহানে ইংরেজি শিখছেন

লকডাউনে ক্রিকেট নিয়ে তিনি বেশি চিন্তিত নন বলে জানালেন। রাহানে বললেন, এখন মানুষের স্বাস্থ্য আগে। ক্রিকেট ঠিক শুরু হয়ে যাবে। তবে সবার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়া প্রয়োজন।