রেখা থেকে প্রিয়াঙ্কা, অক্ষয় কুমার কার কার সঙ্গে সম্পর্কে জড়ান জানেন!

Sep 09, 2019, 12:51 PM IST
1/11

সোমবার ৫২-তে পড়লেন অক্ষয় কুমার। জন্মদিনে তাঁর বড় ঘোষণা, পৃথিবীরাজ চৌহানের বায়োপিকে অভিনয় করবেন তিনি  কিন্তু এ পর্যন্ত বলিউড খিলাড়ি পরপর কতগুলি সম্পর্কে জড়িয়েছেন জানেন!

2/11

পরপর একাধিক সম্পর্কের জেরে এক সময় বলিউডের 'প্লে বয়' হিসেবেও তকমা পান অক্ষয় কুমার

3/11

পরপর একাধিক সম্পর্কে জড়ানোর পরও দীর্ঘদিনের বন্ধু ট্যুইঙ্কেল খান্নাকেই বিয়ে করেন অক্ষয় কুমার 

4/11

বলিউডের একাধিক নায়িকার সঙ্গে পরপর সম্পর্কে জড়ান অক্ষয় কুমার, যদিও বিষয়গুলি নিয়ে কখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁকে 

5/11

ট্যুইঙ্কেলের সঙ্গে সংসার করতে করতেই বেশ কয়েকটি সিনেমার পর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও অক্ষয় কুমার সম্পর্কে জড়ান বলে শোনা যায় 

6/11

যদিও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কের পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু করে দেন ট্যুইঙ্কেল খান্না, ফলে সেই সম্পর্ক বেশিদূর এগোয়নি 

7/11

শিল্পা শেঠির সঙ্গেও এক সময় জমিয়ে প্রেম করতে শুরু করেন অক্ষয় কুমার 

8/11

বয়সে বড়ো রেখার সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক নিয়ে এক সময় জোর জল্পনা শুরু হয়, কিন্তু রেখা কিংবা অক্ষয় কোনওদিনই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি 

9/11

রবিনা ট্যান্ডনের সঙ্গে সম্পর্কের পর তাঁর সঙ্গে প্রায় বিয়ের পিঁড়িতেও বসার তোড়জোড় এক সময় শুরু করেন অক্ষয় 

10/11

কেরিয়ারের শুরুতে আয়েশা জুলকার সঙ্গেও তৈরি হয় অক্ষয় কুমারের সম্পর্ক

11/11

পূজা বাত্রার সঙ্গে অক্ষয়ের সম্পর্কের কথা প্রায় সবারই জানা