'আয়লা'র মতোই শক্তিশালী 'ফণি'! বিপদ থেকে বাঁচতে আগাম নির্দেশিকা আবহাওয়া দফতরের

May 01, 2019, 16:46 PM IST
1/9

'আয়লা'র তাণ্ডবের ভয়ঙ্কর স্মৃতি এখনও ফিকে হয়নি। এবার চোখ রাঙাচ্ছে 'ফণি'। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলছে, 'আয়লা'র মতোই শক্তিশালী হবে এই ঝড়।  

2/9

বৃহস্পতিবার থেকে উপকূল অঞ্চলে শুরু হয়ে যাবে 'ফণি'র দাপট। ৩ মে গোপালপুর ও চাঁদবালির মাঝে আছড়ে পড়বে  ঝড়।  

3/9

তারপরই শুরু হবে রাজ্যে ফণির তাণ্ডব। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৪ তারিখ ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।  

4/9

'ফণি'র ছোবল থেকে বাঁচতে একাধিক সর্তকতামূলক নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর।  

5/9

ঝড়ের দাপটে কলকাতায় গাছ উপড়ে পড়তে পারে। ভেঙে পড়তে পারে কাঁচাবাড়ি।

6/9

গুরুত্বপূর্ণ নথি নিরাপদে সরিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

7/9

২ থেকে ৪ মে সব ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

8/9

উপকূলে দিঘা, শঙ্করপুর, মন্দারণিতে পর্যটন বন্ধ রাখতে বলা হয়েছে।

9/9

৪ তারিখে পর ৫ তারিখও বৃষ্টি হতে পারে। তবে সেদিন কোনও ঝড় থাকবে না বলেও স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।