Amarnath Yatra 2024: শুরু হচ্ছে এ বছরের অমরনাথ যাত্রা! জেনে নিন সমস্ত খুঁটিনাটি নিয়মকানুন...

Amarnath Yatra 2024 | Amarnath's Darshan: সারা বছর শিবভক্তেরা আকুল আগ্রহে এই সময়টির দিকে চেয়ে বসে থাকেন। সারা বছরের মধ্যে মাত্র ৫২ দিনের একটা স্প্যান।

| Jun 12, 2024, 16:58 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা বছর শিবভক্তেরা আকুল আগ্রহে এই সময়টির দিকে চেয়ে বসে থাকেন। সারা বছরের মধ্যে মাত্র ৫২ দিনের একটা স্প্যান। এর মধ্যেই লক্ষ লক্ষ মানুষ যান অমরনাথগুহায় অমরনাথ শিবমূর্তি দর্শনে। 

1/6

২৯ জুন থেকে ২৯ অগাস্ট

এবারে ২৯ জুন থেকে ২৯ অগাস্ট পর্যন্ত চলবে অমরনাথ দর্শন।

2/6

অমরনাথ-সকাশে

প্রথম দলটি ২৭ জুন তাদের যাত্রা শুরু করে ১ জুলাই পৌঁছবে অমরনাথ-সকাশে। 

3/6

পেপার-ওয়ার্ক

এর মধ্যেই চলছে প্রয়োজনীয় সমস্ত কাজ-- রেজিস্ট্রেশন, নাম নথিভুক্তকরণ, মেডিক্যাল টেস্ট, কেওয়াইসি ইত্যাদি।

4/6

ই-মিত্র

এবার ই-মিত্র কর্নার থাকছে। যারা দর্শনার্থীদের নির্বিঘ্নে অমরনাথ দর্শন করানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় পেপার-ওয়ার্ক করে দেবে। 

5/6

পুণ্যভূমিতে দর্শন

২৯ জুন থেকে শুরু হয়ে এ বছর অমরনাথ যাত্রা রাখিবন্ধনের দিন পর্যন্ত চলবে।

6/6

পুণ্যক্ষেত্র

অমরনাথযাত্রা ও দেবদর্শন ভারতীয়দের মনে এক অপূর্ব ভাবের সঞ্চার করে। সকলেই চান, জীবনে যেন একবার ওই পুণ্যভূমি ছুঁয়ে আসা যায়!