করোনা গেলেই আসবে নতুন মহামারী! এবার ভাইরাস ছড়াবে কোথা থেকে, জানালেন বিজ্ঞানীরা

May 14, 2020, 15:18 PM IST
1/5

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

যত বেশি বনাঞ্চল ধংস হবে, তত বেশি মারণ ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ, বনভূমি হল মানুষ ও ভাইরাসের মাঝে ঢাল। অমনটা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। বন্য প্রাণীর শরীরে থাকা অজানা ভাইরাস ছড়ানো রোধ করতে হলে বনাঞ্চল ধংস আটকাতে হবে সবার আগে। 

2/5

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

বিজ্ঞানীরা এবার বলছেন, করোনার পরবর্তী ভাইরাস ছড়াতে পারে বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিচ্ছায় অরণ্য অ্যামাজন থেকে। কারণ সেখানে নির্বিচারে বনভূমি ধংস করা হচ্ছে। আর সেটা সব থেকে চিন্তার বিষয় এখন। 

3/5

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

গত বছরই অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে দশ হাজার বর্গ কিলোমিটারের বেশি বনভূমি ধংস করা হয়েছে। যা উদ্বেগের বিষয়। চলতি বছর এপ্রিল পর্যন্ত অ্যামাজনে এক হাজার ২০২০ বর্গ কিমি বনভূমি নষ্ট হয়েছে। 

4/5

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

সারা বিশ্বের ২০ শতাংশ অক্সিজেনের জোগান দেয় অ্যামাজন বনভূমি। তার থেকেও বড় কথা, এই বনভূমিতে বহু নাম না জানা প্রাণীও রয়েছে। তাদের শরীরে রয়েছে অজানা প্রাণঘাতী ভাইরাস। সেই ভাইরাস একবার মানুষের মধ্যে ছড়াতে শুরু করলে বিপদ। 

5/5

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

অ্যামাজন থেকে ছড়াতে পারে নতুন ভাইরাস

ব্রাজিলের পরিবেশ বিজ্ঞানী ডেভিড লাপোলা জানিয়েছেন, বনাঞ্চলে নগরায়ন করলে বিভিন্ন প্রাণী থেকে ভাইরাস মানুষের শরীরে ছড়ানো অস্বাভাবিক ঘটনা নয়। অ্যামাজনের গভীর অরণ্যে বহু চেনা—অচেনা ভাইরাস রয়েছে। মানুষ বনাঞ্চল ধংস করে গভীর জঙ্গলে প্রবেশ করলে সেই ভাইরাসে সংক্রমিত হবে। আর অ্যামাজন যেভাবে ধংস করা হচ্ছে তাতে এর পর সেখান থেকেই নতুন কোনও ভাইরাস ছড়াতে পারে।