এবার ট্রেনের টিকিট পাওয়া যাবে Amazon-এ, রয়েছে ক্যাশব্যাকের সুযোগও

Oct 07, 2020, 21:25 PM IST
1/5

এবার ট্রেনের টিকিট পাওয়া যাবে অনলাইন বিপনি Amazon-ও। আইআরসিটিসি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ওই পরিষেবা চালু করেছে Amazon। তবে আপাতত আমাজনের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ও মোবাইল ওয়েবসাইট থেকেই টিকিট কাটা যাবে।

2/5

টিকিট কাটার ক্ষেত্রে একাধিক সুবিধের কথা জানিয়েছে Amazon। টিকিট কাটার জন্য কোনও সার্ভিস চার্জ লাগবে না উল্টে পাওয়া যাবে ক্যাশব্যাক।

3/5

প্রথমবার যাঁরা টিকিট কাটবেন তাঁরা পাবেন পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। তবে তা ১০০ টাকা পর্যন্ত। আর Amazon-র প্রাইম মেম্বাররা পাবেন ১২ শতাংশ ছাড়। এই সুবিধে পাওয়া যাবে ১৫ নভেম্বর পর্যন্ত।

4/5

যাত্রীরা Amazon পে-তে গিয়ে ট্রেন সিলেক্ট করে টিকিট কাটতে পারেন। আইআরসিটিসির মতো যাত্রার স্টেশন ও গন্তব্যের নাম দিয়ে টিকিট কাটা যাবে।

5/5

আইআরসিটিসির ওয়েবসাইটের মতোই Amazon-র সাইটেও যে কোনও ট্রেন সম্পর্কে খোঁজখবর পাওয়া যাবে। টিকিটের পিএনআর নম্বর দিলে যানা যাবে স্টেটাস।