প্রার্থী নির্বাচনে নীতি-আদর্শ ওসব পরে ভাবব, দিলীপদের সমঝে দিলেন অমিত

Mar 12, 2019, 20:48 PM IST
1/7

অঞ্জন রায়: মঙ্গলবার ৪২টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বিজেপি আগেই জানিয়েছিল, শাসক দলের প্রার্থী দেখার পর তালিকা প্রকাশ করবে তারা। বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের প্রার্থী নির্বাচন করবেন দিল্লির নেতারাই। রাজ্যের কোনও ভূমিকা নেই।   

2/7

লোকসভা ভোটের আগে ভারতী ঘোষ, শঙ্কুদেব পণ্ডা ও সৌমিত্র খাঁ যোগদান করেছেন বিজেপিতে। মঙ্গলবার অনুপম হাজরা,  দুলালচন্দ্র ভর ও খগেন মূর্মূর হাতে পদ্ম পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গীয়। কংগ্রেস, তৃণমূল থেকে ভাঙিয়ে আনা নেতাদের প্রার্থী করা হতে পারে জল্পনা। 

3/7

অন্য দলের নেতাদের প্রার্থী করা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে উষ্মা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। আর সেটা টের পেয়েছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 

4/7

রাজ্য নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বসেন অমিত শাহ। ওই বৈঠকে অমিত স্পষ্ট করে দেন, যার জেতার ক্ষমতা রয়েছে, তাঁকেই প্রার্থী করা হবে। বলে রাখি, এরাজ্য থেকে ২২ থেকে ২৩টি আসন জেতার লক্ষ্য নিয়েছেন মোদীর সেনাপতি।    

5/7

লক্ষ্যে পৌঁছতে অমিতের বার্তা, নীতি-আদর্শ ওসব পরে ভাবব। যে নির্বাচনে দাঁড়িয়ে জিতবে, তাকেই এবার প্রার্থী করা হবে। ২২টা আসন চাই-ই। 

6/7

নেতাদের অমিত স্মরণ করিয়ে দেন, ২০১৬ সালে নীতি আদর্শ মেনে প্রার্থী করা হয়েছিল, কটা আসন পেয়েছিলেন? 

7/7

সূত্রের খবর, ১৬ মার্চ প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি।