সেনাবাহিনী থেকে কমিয়ে ফেলা হবে কমপক্ষে ১,৫০,০০০ জওয়ান। আগামী ৪-৫ বছরের মধ্যে ধীরে ধীরে তা করা হবে। এনিয়ে একটি সমীক্ষা শুরু করেছে সেনা।
2/6
S 5
ওই সমীক্ষা করছে জেনারেল জে এস সান্ধুর নেতৃত্ব একটি কমিটি। এবছর নভেম্বর মাসের শেষদিকে ওই কমিটি সেনাপ্রধান বিপিন রাওয়াতের কাছে রির্পোট দেবে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন।
photos
TRENDING NOW
3/6
S 4
সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনাপ্রধান চাইছেন আরও ছোট ও প্রযুক্তিতে উন্নত একটি বাহিনী।
4/6
S 3
১৯৯৮ সালে কারগিল লড়াইয়ের আগে একবার এরকমই একটি উদ্দোগ নিয়েছিলেন ততকালীন সেনাপ্রধান ভি কে মালিক। সে সময় তিনি সেনাবাহিনী থেকে ৫০ হাজার সেনা কম করার প্রস্তাব করেছিলেন তিনি।
5/6
S 2
আগামী ২ বছরে ২০,০০০ সেনা কম করার কথা ভাবা হচ্ছে। ২০২২-২৩ সালের মধ্যে কমানো হবে আরও ১ লাখ জওয়ান। তবে সবকিছুই এখন জল্পনার পর্যায়ে রয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন এক সেনা আধিকারিক।
6/6
s 1
জওয়ান কম করা হতে পারে সেনা সদর, লজিস্টিক, যোগাযোগ, মেরামত ও প্রশাসনিক ইউনিট থেকে।