Assam Floods: বন্যায় ভাসছে কাজিরাঙা, ভেসে গেল গন্ডার-সহ অসহায় ১৩৭ বন্যপ্রাণ!

Kajiranga National Park: প্রতি বছরই বন্যায় ভেসে যায় কাজিরাঙা ন্যাশনাল পার্ক।

Jul 09, 2024, 14:59 PM IST
1/5

বন্যা বিধ্বস্ত কাজিরাঙা

Kajiranga National Park Flood

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বন্যায় ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ভেসে গিয়েছে ১৩৭ বন্য পশু। 

2/5

বন্যা বিধ্বস্ত কাজিরাঙা

Kajiranga National Park Flood

মৃত পশুদের তালিকায় রয়েছে ৬ গন্ডারও। যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা। মৃত পশুদের তালিকায় রয়েছে ১০৬টি হগ ডিয়ার, ২টি সম্বরও। 

3/5

বন্যা বিধ্বস্ত কাজিরাঙা

Kajiranga National Park Flood

তবে কাজিরাঙা কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে তারা ৯৯টি পশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ২টি গন্ডারের বাচ্চা ও ২টি হাতি শাবক রয়েছে। 

4/5

বন্যা বিধ্বস্ত কাজিরাঙা

Kajiranga National Park Flood

বন্যায় আসামে বেড়েছে প্রাণহানিও। এখনও পর্যন্ত কমপক্ষে ৭২ জন প্রাণ হারিয়েছেন বন্যায়। বন্যা বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধারকাজ।

5/5

বন্যা বিধ্বস্ত কাজিরাঙা

Kajiranga National Park Flood

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফ।