1/6
নিজস্ব প্রতিবেদন: এবার আরও সহজ পিএফের টাকা তোলা। নতুন ব্যবস্থায় আপনি নিজেই পারবেন টাকা ট্রান্সফার ও টাকা তুলতে। শুধু তাই নয়, ডেট অফ এক্সিটও ঘোষণা করতে পারবেন আপনি নিজেই। এতদিন এমপ্লয়ারের তরফেই শুধু ডেট অফ এক্সিট (Date of Exit) আপডেট করার নিয়ম ছিল তবে এবার থেকে কর্মীরাও সেই সুবিধা পাবেন। কীভাবে করবেন জেনে নিন কয়েকটি স্টেপের মাধ্যমে। সাধারণত কর্মস্থল পরিবর্তন করলে বা অবসরকালে ইপিএফের টাকা ক্লেইম করা যায়। কর্মস্থল ছাড়ার ১ মাসের পর মোট জমার ৭৫% এবং দুমাস পেরোলে বাকি ২৫% তোলা যায়। তবে অনলাইন টাকা তোলার জন্য আপনার UAN নম্বরের সাথে আধারের লিঙ্ক থাকতে হবে।
2/6
১)কীভাবে টাকা তুলবেন?
প্রথমে EPFO পোর্টালে লগ ইন করতে হবে unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface । UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর অনলাইন সার্ভিস অপশনে গিয়ে 'Claim' এ ক্লিক করতে হবে। ব্যাঙ্ক একাউন্টের শেষ চারটি সংখ্যা দিয়ে 'Verify' তে ক্লিক করতে হবে। 'Proceed for online claim' এ ড্রপ ডাউন মেনুতে গিয়ে 'PF Advance (ফর্ম ৩১)' এ ক্লিক করতে হবে। এরপর আবার ড্রপ ডাউন মেনুতে 'Purpose'এ ক্লিক করে যত টাকা তুলতে চান তা লিখতে হবে। এরপর চেকের স্ক্যান কপি ও ঠিকানা দিতে হবে। এরপর, 'Get Aadhar OTP' তে ক্লিক করে মোবাইলে আসা OTP দিলেই টাকা তোলার আবেদন সাবমিট হয়ে যাবে।
photos
TRENDING NOW
3/6
4/6
৩) ইপিএফ ট্রান্সফার কীভাবে করবেন?
5/6
৪) ডেট অফ এক্সিট ঘোষণা
6/6
৫) ডেট অফ এক্সিট ঘোষণা কীভাবে করবেন?
photos