Baba Vanga Accurate Predictions: ২০২৫ নিয়ে বাবা ভাঙ্গা ভয়ংকর ভয়াবহ হাড়হিম আর কী বলে গিয়েছেন, যা মিলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা?
Baba Vanga Accurate Predictions: বাবা ভাঙ্গা বলেছিলেন, ২০২৫ সালে প্রাকৃতিক দুর্যোগে কেঁপে উঠবে বিশ্ব! আর সেটাই হল! এর মধ্যেই হল ভয়ংকর ভূমিকম্প, ঘটছে বীভৎস দাবানল, ভাইরাসের ভয়ে ভীত বিশ্ব! আর কী কী ঘটবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জানা ছিলই, বাবা ভাঙ্গা যা বলেন, তাই ফলে যায়! তাই বলে এতটাও কেউ কল্পনা করেনি, এবার যা ঘটল। নতুন বছর পড়তে-না-পড়তেই বাবা ভাঙ্গার দুই ভয়-ধরানো পূর্বাভাস অব্যর্থ মিলে গিয়েছে। আর কত মিলবে? আসুন, দেখা যাক, কী মিলল, কী রইল।
1/6
হিউম্যান মেটানিউমো ভাইরাস
2/6
চিনে ভূমিকম্প, আমেরিকায় দাবানল
photos
TRENDING NOW
3/6
আর কী কী হবে?
4/6
যুদ্ধ
5/6
২০২৫-কথা
নতুন বছরটি নিয়ে বাবা ভাঙ্গা ঠিক কী কী বলেছেন? ২০২৫ সালে ইউরোপে ভয়ংকর যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি হবে, প্রচুর প্রাণহানি ঘটবে। নতুন করে কোনও দুটি দেশের মধ্যেও যুদ্ধ বাধতে পারে। শুধু তাই নয়, সরাসরি ভ্লাদিমির পুতিনের কথাও বলেছেন তিনি। বাবা ভাঙ্গা বলেছেন, বিশ্বে যা-ই হোক, পুতিনের গৌরব অক্ষুণ্ণ থাকবে। কথা না বলেই, কোনও বাক্যব্যয় না করেই একজনের মস্তিষ্ক থেকে অপরজনের মস্তিষ্কে যোগাযোগ করা সম্ভব হবে।
6/6
এবং প্লাবন!
photos