EXPLAINED | Yuzvendra Chahal's Speculated Mystery Girl: চাহালের জীবনে রহস্যময়ীর নিঃশ্বাস! আগুন জ্বালালেন কে? 1.4M ফলোয়ার্স দেশের প্রথম...
Yuzvendra Chahal's Speculated Mystery Girl: যুজবেন্দ্র চাহালের জীবনে রহস্যময়ীর নিঃশ্বাস পড়ছে! সংসারে আগুন জ্বালালেন কে? ঝড় উঠেছে নেটপাড়ায়...
1/6
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্স
ভারতীয় দলের ব্রাত্য স্পিনার যুজবেন্দ্র চাহাল ও তাঁর কোরিগ্রাফার-ইউটিউবার-ডেন্টিস্ট স্ত্রীর নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে! এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। বিয়ের চার বছরেই পার্টনারশিপ ভেঙে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অতীতেও চাহাল-ধনশ্রীর সম্পর্ক ভেঙে গিয়েছে বলে গুঞ্জনের আগুন ছড়িয়ে ছিল। তবে এবার যেন দাবানল!
2/6
চাহাল-ধনশ্রীর ডিভোর্স, ভাঙনের ময়নাতদন্তে সন্দেহভাজন ২!
ধনশ্রীর সঙ্গে সম্প্রতি কোরিওগ্রাফার প্রতীক উটেকারের মাখোমাখো ছবি ভাইরাল হয়েছে। দু'জনকেই রং মিলিয়ে পোশাকে প্রায় দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে তাঁদের সম্পর্ক অনেকটাই গড়িয়ে গিয়েছে। একই ভাবে চাহালের নামও জড়িয়েছে একজনের সঙ্গে। চাহালের সঙ্গে এক হোটেলর লবিতে দেখা গিয়েছে এক রহস্যময়ীকেও! চাহাল চিত্রগ্রাহক দেখে নিজের মুখও লুকিয়ে নিয়েছেন। রহস্যময়ীর সন্ধানও পেয়ে গিয়েছে মিডিয়া। সেই মহিলার নাম মহভাশ!
photos
TRENDING NOW
3/6
চাহালের জীবনে কে এই রহস্যময়ী?
রহস্যময়ী সুন্দরীর নাম মহভাশ। যিনি পেশায় এক বেসরকারি রেডিয়ো স্টেশনের জকি। জানা যায় যিনি নাকি 'বিগ বস' সিজন ১৪, নেটফ্লিক্স সিরিজ এবং সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন শুধু রেডিয়োকে ভালোবেসে। রেডিয়োর দুনিয়ায় এখন মহভাশ পরিচিত নাম। যিনি স্টুডিয়ো থেকে দীপক কালালকে বার করে দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। ইনস্টায় মহভাশের ১.৪ মিলিয়ন ফলোয়ার্সও রয়েছে। তাঁকে ভারতের প্রথম মহিলা প্র্যাংকস্টার হিসেবেও ধরা হয়।
4/6
নারীর ক্ষমতায়নের কথা বারবার বলেছেন মহভাশ
আরজে মহভাশের ভবিষ্যৎ পরিকল্পনায় রযেছে নারীর ক্ষমতায়নে কণ্ঠস্বরের ব্যবহার। পরিবার এবং মহভাশকে বন্ধুরা বারবার বলেছেন যে তাঁর কণ্ঠস্বর শান্ত এবং মানুষকে শান্ত করার জন্যই উপযুক্ত, মহাভাশ সিদ্ধান্ত নেন যে দুর্বলতাকেই নিজের শক্তি হিসেবে কাজে লাগাতে চান। মানুষের সঙ্গে বিশেষ করে মহিলাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করার দক্ষতা আলাদা করে মহভাশকে।
5/6
করোনায় দারুণ কাজ করেছেন মহভাশ
মহভাশ এমন উদ্যোগেও সক্রিয়ভাবে জড়িত থাকেন যা সরকারি ব্যর্থতাগুলি চোখের সামনে তুলে ধরে এবং বৃহত্তর জনসাধারণের কাছে বার্তা দেয়। মহভেশ একে অপরকে সাহায্য করার শক্তিতে বিশ্বাসী এবং কোভিড-১৯ মহামারীর সময় তিনি দারুণ কাজ করেছেন। অক্সিজেন সিলিন্ডার এবং হাসপাতালের শয্যার প্রাপ্যতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন দারুণ ভাবে।
6/6
আরজে মহভাশ এবং যুজবেন্দ্র চাহালের সম্পর্কের গুঞ্জন
মহভাশ এবং চাহালের সম্পর্কের গুঞ্জন আরও জোরাল করেছে তাঁদের ক্রিস্টমাস লাঞ্চের ছবি। সেই ছবি মহভাশই পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে। যদিও সেই ছবির কমেন্ট সেকশন তিনি বন্ধ রেখেছেন। তবে নেটিজেনদের মতে সাদা জ্য়াকেট পরা ছবিতে যিনি আছেন তিনিই নাকি মহভাশের প্রকৃত বয়ফ্রেন্ড। যদিও মহভাশ সেই ছবিতে কোনও ট্য়াগ করেননি।
photos