বাবরি ধ্বংসে 'বেকসুর' সবাই, রায়ের ৫টি গুরুত্বপূর্ণ দিক একনজরে

Sep 30, 2020, 13:18 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : লখনউয়ের বিশেষ আদালতে আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করছেন বিচারক। 'উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে' রায়ে অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস ঘোষণা করেছেন বিচারক। একনজরে রায়ের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট-

2/6

১) "বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত নয়।"

3/6

২) "অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ যথেষ্ট নয়।"

4/6

৩) "সিবিআই-এর দাখিল করা ভিডিও প্রমাণ আদালতগ্রাহ্য নয়।"

5/6

৪) "ভাষণের যে অডিও জমা পড়েছে, তা স্পষ্ট নয়।"

6/6

৫) "মসজিদের গম্বুজের উপর সেদিন যাঁরা চড়ে বসেছিলেন, তারা সবাই দুষ্কৃতী।"