Humayun Kabir: মুর্শিদাবাদে তৈরি করবেন বাবরি মসজিদ, শিলান্যাসের দিনক্ষণ জানালেন তৃণমূল বিধায়ক

Dec 10, 2024, 16:54 PM IST
1/5

বাবরি মসজিদ

বাবরি মসজিদ

মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের কথায় ফের হইচই। একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য শোকজ করা হয়েছে হুমায়ুন কবীরকে। তাতেও দমতে রাজি নন হুমায়ুন। এবার বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করলেন।

2/5

হুমায়ুন কবীর

হুমায়ুন কবীর

সোমবার বেলডাঙ্গা এক অনুষ্ঠানে হুমায়ুন কবীর বলেন, বেলডাঙ্গাতেই তৈরি হবে বাবরি মসজিদ। ২০২৫ সালের ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় ২ একর জমির উপরে মসজিদের নির্মাণকাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী জানতে চাইলে তাঁকে জানাব।

3/5

বাবরি ধ্বংস

বাবরি ধ্বংস

সোমবার ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, সম্রাট বাবর অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সেটি ভেঙে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন বাবরির জায়গায় রামলালার।

4/5

২০২৫ সালে শিলান্যাস

২০২৫ সালে শিলান্যাস

বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদ করব বলছি সেখানে আশি শতাংশ মুসলিমের বাস। ২০২৫ সালে ওই মসজিদের শিলান্যাস করা হবে। কিছু লোককে জায়গা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছি তাঁরা প্ল্যান করবেন। এখানে রাজ্য সরকার বা তৃণমূলের কোনও বিষয় নেই। জেলায় ৭০ শতাংশ মুসলিমের বাস। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে, একটি ট্রাস্টি তৈরি করে মসজিদ তৈরি হবে। পুরনো বাবরির আদলেই তৈরি হবে বেলডাঙ্গার মসজিদে।

5/5

বেলডাঙ্গা

বেলডাঙ্গা

হুমায়ুন কবীর আরও বলেন, বাংলার মুসলিমরা দেখিয়ে দেবে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হয়েছে। আমি নিজে এর জন্য ১ কোটি টাকা দেব।