Bankura: নদী থেকে উদ্ধার বিপুল সার-বীজ-কীটনাশক, দুর্নীতির অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে

Aug 05, 2023, 15:43 PM IST
1/5

চাষিদের পাওয়ার কথা। কিন্তু তা পাওয়া গেল নদীর পাড় থেকে। শনিবার বাঁকুড়ার পাত্রসায়রের বোদাই নদীর পাড়ে মিলল বিস্তা বস্তা সার, বীজ ও কীটনাশকের প্যাকেট। এনিয়ে দুর্নীতির অভিযোগ উঠল নারায়ণপুর গ্রাম পঞ্চায়তের দিকে।  -তথ্য ও ছবি- মৃত্যুঞ্জয় দাস

2/5

সকালে এমন ঘটনা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের নারায়নপুর গ্রামের মানুষের। ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, সরকারের সরবরাহ করা বীজ ও কীটনাশক তৃণমূল পরিচালিত নারায়নপুর গ্রাম পঞ্চায়েত চাষীদের না দিয়ে এখন নদীতে ফেলে নষ্ট করছে। অভিযোগ মানতে চায়নি তৃনমূল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কোনো বক্তব্য মেলেনি।  -তথ্য ও ছবি- মৃত্যুঞ্জয় দাস  

3/5

বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের নারায়নপুর এলাকা কৃষিপ্রধান অঞ্চল হিসাবে পরিচিত। এই পঞ্চায়েতের অধীন অধিকাংশ মানুষও কৃষিজীবী। জেলার অন্যান্য এলাকার মতো স্থানীয় প্রান্তিক চাষীদের সুবিধার জন্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন শষ্যের বীজ,  কীটনাশক ও রাসায়নিক সার সরবরাহ করার কথা কৃষি দফতরের। কিন্তু স্থানীয় কৃষকদের দাবি নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের তরফে কোনোদিনই তেমন উদ্যোগ দেখা যায়নি। স্বাভাবিক ভাবেই আজ গ্রাম পঞ্চায়েত লাগোয়া বোদাই নদীর পাড়ে বেশ কয়েক বস্তা বাদাম বীজ ও কীটনাশক পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের।  -তথ্য ও ছবি- মৃত্যুঞ্জয় দাস  

4/5

স্থানীয় বিজেপি বিধায়কের দাবি, এর পিছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত চাষীদের বিনা পয়সায় ওই বীজ ও কীটনাশক সরবরাহের জন্য পঞ্চায়েতকে দেওয়া হয়েছিল। তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত তা না দিয়ে এখন ফেলে দিচ্ছে। দ্বিতীয়ত এতদিন ওই গ্রাম পঞ্চায়েত ছিল তৃনমূলের এক গোষ্ঠীর হাতে। সদ্য শেষ হওয়া নির্বাচনে ক্ষমতা পেয়েছে তৃণমূলেরই অপর গোষ্ঠী। তাই আসল সত্য লুকাতে নতুন বোর্ড গঠনের আগে তড়িঘড়ি নদীতে ফেলে দিয়েছে বিদায়ী বোর্ড। -তথ্য ও ছবি- মৃত্যুঞ্জয় দাস

5/5

বিষয়টি নিয়ে বিদায়ী বোর্ডের কোনো বক্তব্য মেলেনি। তৃনমূলের দাবী অভিযোগ ভিত্তিহীন। কে বা কারা ওই বীজ ও কীটনাশক কোথা থেকে নিয়ে এসে নদীর পাড়ে ফেলেছে তার দায় তৃনমূলের নয়। এর সাথে তৃনমূলের কোনো যোগ নেই।  -তথ্য ও ছবি- মৃত্যুঞ্জয় দাস