1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
ওই খবরটি টুইট করে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন,''অসভ্য বর্বরদের রাজত্ব। এক মহিলা তাঁর বৃদ্ধা মা ও অপ্রাপ্তবয়স্কা কন্যা ও প্রাক্তন মেয়র 'সশস্ত্র দুষ্কৃতী'দের হাতে আটক বাংলোর ভিতরে। বাইরে অশালীন স্লোগান। বিচার না হলে বিদ্রোহ চাই। ধিক্কার''। এজন্য সূর্যকান্ত মিশ্রকে কৃতজ্ঞতা জানিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
7/7
ভোট না দাঁড়ালে বিজেপির হয়ে কি প্রচার করবেন? সাংবাদিকদের প্রশ্নে বৈশাখীর জবাব, ''শুধু বিজেপির কথা বারবার কেন বলছেন? সিপিএমের হয়েও প্রচার করতে পারি। দুদিন আগে রায়চকের ঘটনা নিয়ে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন। আমি তো মাকে দেখিয়েছি। এটা আমাদের ব্যাথায় মলমের মতো। আমি কৃতজ্ঞতা জানাতে সিপিএমের হয়েও প্রচার করতে পারি''।
photos