রামের বাণে মৃত্যুর আগে জীবনে সাফল্য পাওয়ার তিনটি উপদেশ দিয়েছিলেন বালি

Aug 19, 2018, 22:39 PM IST
1/5

বালির উপদেশ

Bali_5

রামায়নে বালিকে বধ করতে বাণ মেরেছিলেন রাম। মেঝেতে লুটিয়ে পড়েছিলেন বালি। তারপরই তাঁর কাছে ছুটে যান রাম, লক্ষ্মণ ও পুত্র অঙ্গদ। 

2/5

বালির উপদেশ

Bali_4

অঙ্গদকে সাফল্যের তিনটি মন্ত্র বাতলে দিয়েছিলেন বালি।   

3/5

বালির উপদেশ

Bali_3

সময় পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিস্থিতি না বুঝে যে কোনও সিদ্ধান্ত সমস্যা আরও জটিল করে। 

4/5

বালির উপদেশ

Bali_2

কোনও ব্যক্তির সঙ্গে কখন, কী ব্যবহার করতে হবে, সে ব্যাপারে সম্মক জ্ঞান থাকা জরুরি। কোন সময়ে কোনও ব্যক্তির সঙ্গে কী ব্যবহার করতে হবে, সেই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। 

5/5

বালির উপদেশ

Bali_1

সুখ ও দুঃখ জীবনের অঙ্গ। তাই কোনও পরিস্থিতিতেই ভেঙে পড়লে চলবে না।