'Archaeological survey of indiaর তালিকায় স্থান পেতে পারে কোচবিহারের বাণেশ্বর মন্দির'
Dec 23, 2020, 12:54 PM IST
1/6
বাণেশ্বরের শিব মন্দির পরিদর্শন করলেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রল্হাদ সিং প্যাটেল।
2/6
ঘুরে দেখলেন রাজ আমলের তৈরি এই শিব মন্দির।
photos
TRENDING NOW
3/6
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সঙ্গে ছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক মিহির গোস্বামী।
4/6
এদিন মন্দির দর্শন করে কেন্দ্রীয় মন্ত্রী জানান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন তালিকায় ১৬০০ শতাব্দির এই মন্দির যাতে জায়গা পায় তা নিশ্চই দেখা হবে।
5/6
উল্লেখ্য, বাণেশ্বর প্রধানত একটি শিব মন্দির এবং মন্দির সংলগ্ন শিব পুকুরে থাকা স্থানীয় মোহন নামক কচ্ছপের জন্য এটি বিখ্যাত। 'বাণেশ্বর' শব্দটি দুটি পৃথক শব্দ তথা 'বাণ' ও 'ঈশ্বর'-এর একত্রীকরণে তৈরি হয়েছে।
6/6
কথিত আছে, একদা অসুররাজ বান তার ঈষ্টদেবতা শিবকে পাতালপুরীতে স্থাপন করতে চাইলে ব্যর্থ হন ও শিবলিঙ্গটি বর্তমান স্থানে প্রতিষ্ঠা পায়। দেবত্র কমিটি প্রতিবছর মাঘমাসের চতুর্দ্দশীর দিন একটি শিবমেলা করেন৷