ছবি: দীর্ঘ অপেক্ষা শেষ, আর কিছুক্ষণের মধ্যেই ছুটবে Dakshineswar-Noapara মেট্রো

Dec 23, 2020, 10:16 AM IST
1/6

অয়ন ঘোষাল: লকডাউনের মধ্যে শেষ হয়েছিল পরিকাঠামোর যাবতীয় কাজ। কিন্তু সিগন্যালিং-এর কিছু যন্ত্রাংশ আসার কথা ছিল বিদেশ থেকে। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় সেই যন্ত্রাংশ আনা সম্ভব হচ্ছিল না।   

2/6

সেই সমস্যা মিটতেই শেষ হল কাজ। টানা ১০ বছর অপেক্ষার পর আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষামূলক ভাবে প্রথমবার চাকা গড়াতে চলেছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রোর।   

3/6

নর্থ সাউথ মেট্রোর এই সম্প্রসারিত রেল পথের দৈর্ঘ ৪.১৪ কিলোমিটার। পথে দুটি স্টেশন। ডানলপ মোড়ের কাছে তৈরি হয়েছে বরানগর স্টেশন।   

4/6

দক্ষিণেশ্বর রেল স্টেশন এর ১ নম্বর প্ল্যাটফর্মের গায়ে দক্ষিণেশ্বর স্টেশন। আজ পরীক্ষামূলক ট্রায়াল ঠিকঠাক সফল হলে, আগামী কয়েকদিন চলবে ট্রায়াল।   

5/6

তারপর ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে রেলওয়ে সেফটি কমিশনারের কাছে ছাড়পত্রের আবেদন করা হবে। সেই আবেদন মঞ্জুর হলে ২০২১-এর এপ্রিল থেকে যাত্রী সাধারণের জন্য এই বর্ধিত পরিষেবা চালু হবে বলেই রেল সূত্রে খবর।   

6/6

পরীক্ষামূলক ট্রায়াল রানের জন্য অত্যাধুনিক MR 412 রেক ব্যবহার করা হবে। পরিষেবা চালু হলে ১ ঘন্টার কিছু বেশি সময়ে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর মন্দির পৌঁছন যাবে। এটি এলিভেটেড মেট্রো পথ। অর্থাৎ পিলারের ওপর দিয়ে চলাচল করবে মেট্রো।