Bangladesh থেকে Kolkata-য় এসে হীরের গয়নায় সেজে বাওয়ালি রাজবাড়িতে হাজির Jaya Ahsan

Dec 18, 2020, 19:21 PM IST
1/10

টানা ৯ মাস বাংলাদেশেই ( Bangladesh) ছিলেন। গত ১৬ ডিসেম্বর, বুধবার ঢাকা থেকে কলকাতায় উড়ে আসেন জয়া আহসান। 

2/10

কলকাতায় (Kolkata) পৌঁছেই শুক্রবার বাওয়ালি রাজবাড়িতে পৌঁছে গিয়েছেন জয়া (Jaya Ahsan)। উদ্দশ্য একটি জুয়েলারি ব্র্যান্ড-এর বিজ্ঞাপনের শ্যুটিং। 

3/10

'সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে' রবীন্দ্রনাথের এই লেখা ও ভাবনাকে সঙ্গী করেই তৈরি হবে জুয়েলারি ব্র্যান্ড-এর বিজ্ঞাপন। যেটির পরিচালক নীল দাশগুপ্ত, পুরো নাম নীলাঞ্জন। 

4/10

পরিচালক নীল দাশগুপ্ত এর আগেও বহু নামী আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ডের বিজ্ঞাপন বানিয়েছেন। এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২৪ বছর ধরে কাজ করছেন তিনি। 

5/10

কালো শাড়িতে হীরের গয়নায় সেজে মোহময়ী জয়া। 

6/10

বিজ্ঞাপনের শ্যুটিংয়ের পুরো বিষয়টি তখন জয়াকে বোঝাচ্ছিলেন পরিচালক নীল দাশগুপ্ত।

7/10

কান, গলা, হাত ও আঙুলে হীরের গয়নায় সেজে বাওয়ালি রাজবাড়িতে জয়া।  

8/10

বিজ্ঞাপনের শ্যুটিংয়ের পুরো বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার মুহূর্তে লেন্সবন্দি জয়া। 

9/10

প্রসঙ্গত কলকাতায় জয়া থাকেন তাঁক যোধপুর পার্কের ফ্ল্যাটে।

10/10

খুব শীঘ্রই পরিচালক শিলাদিত্য মৌলিকের 'ছেলেধরা'র কাজ শুরু করবেন জয়া।