করোনা হানা দিল বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়িতে

Jul 19, 2020, 16:12 PM IST
1/5

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া একদিন আগেই বলেছিলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। দ্বিতীয় সাকিব আল হাসান। এত বড় একখানা সার্টিফিকেট পাওয়ার পরদিনই দুঃসংবাদ পেলেন সাকিব।

2/5

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারের বাড়িতে করোনা হানা দিয়েছে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিবের বাবা মাশরুর রেজা।

3/5

বাংলাদেশের মাগুরায় নিজের বাড়িতে আইসোলেসনে রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার থেকেই জ্বর ও গা ব্যথা ছিল তাঁর।

4/5

শুক্রবার তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। জ্বর ও গা ব্যথা ছাড়া আর কোনও উপসর্গ তাঁর নেই বলে জানা গিয়েছে। 

5/5

বাংলাদেশের মাগুয়ার সাকিবের বাবাসহ মোট আটজনের রবিবার করোনা টেস্টে পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। ওই জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩০৮ জন। সেরে উঠেছেন ১৬০ জন।