নতুন বছরে কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক? জেনে নিন

Dec 28, 2020, 16:13 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: নতুন বছর শুরু হওয়ার আগে জেনে নিন ব্যঙ্ক ছুটির তালিকা। কারণ, ব্যাঙ্ক বন্ধ থাকলে পণ্ড হয়ে যায় অনেক দরকারি কাজ। ব্যাঙ্ক বন্ধের দিন জানা না থাকলে রেকারিং ডিপোজিট, টাকা তোলা, লোন ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। শনি রবি সঙ্গে ছুটি মিলিয়ে নতুন বছরে ব্যাঙ্ক বন্ধ থাকবে প্রায় ৫৩ দিন। 

2/7

নতুন বছরে যে যে দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? তার মধ্যে, জানুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১,২, ১১, ১৪, ২৩, ২৬ তারিখ। নতুন বছরের ছুটি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার, সঙ্গে রবিবার। 

3/7

ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে ১৩,১৬,২৭ ফেব্রুয়ারি।   এই মাসে থাকছে সরস্বতী পুজোর ছুটি। মার্চে ব্যাঙ্ক বন্ধ থাকছে ১১,১৩,২৭,২৯। দুই শনিবারের সঙ্গে থাকছে মহাশিবরাত্রি, হোলি ও দোলের ছুটি।

4/7

এপ্রিলে ব্যাঙ্ক বন্ধ থাকবে, ২,৪,১০,১৪,২১,২৫ তারিখে। রয়েছে গুড ফ্রাইডে, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী জয়ন্তী, মহাবীর জয়ন্তী, আর থাকবে দুই শনিবারের ছুটি। মে মাসে মে দিবস, ইদ-উল-ফিতরের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে দুদিন। ব্যাঙ্ক বন্ধ থাকার মূল তারিখগুলি হল ১,৪,১২,২২। 

5/7

জুলাই মাসে বকরি-ইদ এবং দুই শনিবার, এই তিনদিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক। তারিখগুলি ১০,২০,২৪। আগস্ট মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১০,১৪,১৫,২২,২৮,৩০ তারিখ। এই মাসে রয়েছে স্বাধীনতা দিবস, রাখিবন্ধন, জন্মাষ্টমী, মহরম এবং দুটি শনিবার। 

6/7

সেপ্টেম্বরে শনি রবি ছাড়া রয়েছে গণেশ চতুর্থীর ছুটি। অক্টোবরে শুরুতে ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে জাতীয় ছুটি। পুজোর জন্য বন্ধ থাকবে ১৩, ১৪, ১৫। ১৮ অক্টোবর ইদ ই মিলানের ছুটি। ২৩ ডিসেম্বর রয়েছে চতুর্থ শনিবার। অর্থাৎ অক্টোবরের তৃতীয় সপ্তাহ প্রায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

7/7

নভেম্বরে দীপাবলি, ভাইফোঁটা, গুরুনানক জয়ন্তী, এবং দুই শনিবার মিলিয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৬ দিন। দিনগুলি হল ৪,৬,১৩,১৫,১৯,২৭ তারিখ। ডিসেম্বরে শনি রবি সহ ২৫ তারিখ বন্ধ থাকছে।