মারাদোনার ক্লাবকে দুমড়ে-মুচড়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে মেসির বার্সেলোনা

Aug 09, 2020, 11:38 AM IST
1/5

মারাদোনার ছেলে বলেছিলেন, মেসি সেরা। তবে মানুষ। তাঁর বাবা ভগবান। আর তাই মারাদোনার সঙ্গে কারও তুলনা চলে না। নাপোলি বনাম বার্সেলোনা ম্যাচের ২৪ ঘণ্টা আগে তাঁর বলা কথাগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। বলাবাহুল্য, বারসার মহাতারকাকে চাপে রাখতেই তিনি ঠিক সময়ে সুযোগ বুঝে কথাগুলো বলেছিলেন। 

2/5

লিওনেল মেসিকে তবু আটকে রাখা গেল না। তিনি মারাদোনার ক্লাব নাপোলির বিরুদ্ধে জ্বলে উঠলেন। ন্যু ক্যাম্পে বারসা ৩-১ গোলে হারাল নাপোলিকে। গোল করলেন মেসি। 

3/5

দুই লেগ মিলিয়ে মারাদোনার প্রিয় ক্লাবকে বার্সেলোনা হারাল ৪-২ ব্যবধানে। সেইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল বার্সেলোনা। 

4/5

মেসি, সুয়ারেজ ও লংলে গোল করলেন নাপোলির বিরুদ্ধে। ম্যাচ শুরুর দশ মিনিটের মাথায় গোল করেন লংলে। ২৩ মিনিটে গোল করেন মেসি। 

5/5

৩৯ মিনিটে মেসিকে ফাউল ট্যাকেল করেন কাওলিবালি। চোট পান মেসি। পেনাল্টি পায় বার্সা। হাফ টাইমের আগেই গোল করেন নাপোলির লরেঞ্জো।