Ayodhya: রামমন্দির-সীতাকুণ্ড সত্ত্বেও বাংলার অযোধ্যাতেও ভরাডুবি বিজেপির!

BJP defeated in West Bengal Ayodhya: যদিও বিজেপি নেতারা পালটা যুক্তি দিচ্ছেন। কী বলছেন তাঁরা? কেন এই জায়গার নাম অযোধ্যা?

Jun 24, 2024, 16:13 PM IST
1/7

বাংলার অযোধ্যাতেও বিজেপির হার!

BJP defeated in West Bengal Ayodhya

চম্পক দত্ত: রয়েছে রামচন্দ্রের মন্দির, রয়েছে সীতাকুণ্ড,তবুও অযোধ্যাতে নির্বাচনে ভরাডুবি গেরুয়া শিবিরের।  

2/7

বাংলার অযোধ্যাতেও বিজেপির হার!

BJP defeated in West Bengal Ayodhya

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি বৃহৎ এলাকা হলো অযোধ্যা। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোণা বিধানসভায় অবস্থিত এই অযোধ্যা এলাকা।   

3/7

বাংলার অযোধ্যাতেও বিজেপির হার!

BJP defeated in West Bengal Ayodhya

চন্দ্রকোণা পুরসভার অযোধ্যা এলাকাতেও এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমূল। পুর এলাকার বাসিন্দাদের দাবি, উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির তৈরি করেও লোকসভা নির্বাচনে পিছিয়ে গিয়েছে বিজেপি। তেমনই এই অযোধ্যাতেও বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমূল।   

4/7

বাংলার অযোধ্যাতেও বিজেপির হার!

BJP defeated in West Bengal Ayodhya

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে এলাকার উন্নয়ন, সবকিছুই হয়েছে। তাই জয় লাভ করেছে তৃণমূল বলছেন এলাকাবাসী। দাবি এলাকার তৃণমূল নেতৃত্বের। চন্দ্রকেতু রাজার আমলে এই এলাকায় রামচন্দ্রের মন্দির থেকে শুরু করে সীতাকুণ্ড সমস্ত কিছুই ছিল। তাই এই জায়গার নাম অযোধ্যা।   

5/7

বাংলার অযোধ্যাতেও বিজেপির হার!

BJP defeated in West Bengal Ayodhya

দীর্ঘদিন ধরে এলাকায় ভগ্নপ্রায় রামচন্দ্রের মন্দিরটিকে সংস্কারের দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব। এই অযোধ্যায়  ১০৬২ জন ভোটার। এবার লোকসভা ভোটে ভোট পড়েছে ৯২৫টি। তৃণমূল পেয়েছে ৪৬৭টি, বিজেপি ৪১১টি, সিপিএম ২৪টি। বিজেপিকে পিছনে ফেলে  ৫৬ ভোটে এগিয়ে তৃণমূল।   

6/7

বাংলার অযোধ্যাতেও বিজেপির হার!

BJP defeated in West Bengal Ayodhya

আর তাতেই রাম-রাজ্য উত্তরপ্রদেশের অযোধ্যার পাশাপাশি বাংলার চন্দ্রকোণার অযোধ্যাতেও হারল বিজেপি। যদিও চন্দ্রকোণা বিজেপি নেতারা পালটা যুক্তি দিচ্ছেন যে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। ভোটে বিজেপি শতাংশের নিরিখে সব জায়গায় এগিয়ে রয়েছে।   

7/7

বাংলার অযোধ্যাতেও বিজেপির হার!

BJP defeated in West Bengal Ayodhya

বিজেপির আরও দাবি, "চন্দ্রকোণার অযোধ্যায় ভোট শতাংশের নিরিখে বিজেপির ভোট বেড়েছে। যেভাবে ভোটে তৃণমূল সন্ত্রাস রিগিং করেছে, তা সত্ত্বেও আমাদের ফল ভালো হয়েছে। মানুষ আমাদের সাথেই রয়েছে।"