১০ দিনের মধ্যে গোলাপি বল চাই! উঠেপড়ে লাগলেন সৌরভ গাঙ্গুলি
Oct 30, 2019, 17:40 PM IST
1/5
গোলাপি বলের জোগান কম
২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলবে ভারতীয় দল। আর প্রথমবার ইডেনে দিন-রাতের টেস্ট ম্যাচ। সব মিলিয়ে এই ম্যাচ ঘিরে যে আলাদা একটা উন্মাদনা তৈরি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
2/5
গোলাপি বলের জোগান কম
ইতিমধ্যে বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হয়েছে। ৩ নভেম্বর প্রথম টি-২০ ম্যাচে নামবে ভারত-বাংলাদেশ। তার আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে।
photos
TRENDING NOW
3/5
গোলাপি বলের জোগান কম
টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত পরিমাণে গোলাপি বল প্রয়োজন। কিন্তু প্রয়োজনমতো বলের জোগান নেই। সৌরভ অবশ্য বল প্রস্তুতকারক সংস্থাকে দশ দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বল জোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেইমতো যুদ্ধকালীন তত্পরতায় কাজও শুরু হয়েছে বলে খবর।
4/5
গোলাপি বলের জোগান কম
বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, বোর্ড সভাপতি একটি দল গঠন করেছেন। সেই দলের উপর বল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন সৌরভ। দুই দলের প্রস্তুতির জন্য যেন বলের ঘাটতি না পড়ে, সেই দিকে লক্ষ্য রাখছেন সৌরভ।
5/5
গোলাপি বলের জোগান কম
সৌরভ গাঙ্গুলি অনেকদিন আগে থেকেই গোলাপি বলে ম্যাচ আয়োজনের পক্ষে সওয়াল করেছিলেন। রনজি, ইরানি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টগুলি গোলাপি বলে আয়োজন করার কথা বলেছিলেন সৌরভ। বাংলা ক্রিকেটে অবশ্য গোলাপি বলে ম্যাচ আয়োজন হয়েছে।