১৩ লক্ষ লোনের বোঝা, বেজায় সমস্যায় অভিনেত্রী ভূমি পেদনেকর!

Oct 29, 2020, 14:30 PM IST
1/5

বলিউডের অন্যতম অভিনেত্রী তিনি। দম লগাকে হাইশা দিয়ে বি টাউনে পা রাখেন। এরপর এক এক করে টয়লেট এক প্রেম কথা, শুভ মঙ্গল যদা সাবধান, ষান্ড কি আঁখ-এর মতো একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ভূমি পেদনেকর

2/5

বলিউডে নিজের জায়গা তৈরির আগে তাঁর চলার পথ খুব একটা সহজ ছিল না বলে জানান অভিনেত্রী। ভূমি বলেন, তিনি অভিনয় করবেন, তা কখনওই প্রথমে মেনে নিতে পারেননি তাঁর বাবা-মা। একপ্রকার বাবা-মায়ের অনুমতি ছাড়াই তিনি অভিনয় জগতে হাজির হন। ফিল্ম নিয়ে পড়াশোনা করবেন বলে এক সময় তাঁর মাথায় জেদ চেপে যায়। এরপরই বাবা-মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই নিজের কেরিয়ার তৈরির কাজ শুরু করেন বলে জানান ভূমি 

3/5

ফিল্ম নিয়ে পড়াশোনার জন্য প্রথমে ১৩ লক্ষ লোন নিয়েছিলেন। পরে কীভাবে ওই লোনের টাকা শোধ কবেন বলে বুঝে উঠতে পারছিলেন না ভূমি। এরপরই যশরাজের ব্যানারে কাজ শুরু করবেন বলে স্থির করেন ভূমি 

4/5

যশরাজ ফিল্মসের ব্যানারে এরপর কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন ভূমি পেদনেকর।  কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করলেও, তাঁর নজর ছিল অভিনয়ের দিকে 

5/5

যশরাজের ব্যানারে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করার পর আচমকা দম লগাকে হাইশায় অভিনয়ের সুযোগ পেয়ে যান।  দম লগাকে হাইশায় সুযোগ পাওয়ার আগে জীবন নিয়ে বেশ খানিকটা অনিশ্চয়তায় ভুগছিলেন বলেও জানান ভূমি।  যশরাজ যে তাঁকে কাজের সুযোগ করে দিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ বলেও জানান ভূমি পেদনেকর