Bihar: বীভৎস! বেঁচে থাকার পুজো দিতে গিয়েই মর্মান্তিক মৃত্যু, সলিলসমাধি ৩৭ শিশু-সহ ৪৬ জনের...
Bihar Death on Festival of Jitiya: সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় মায়েরা এই জিতিয়া বা জীবিতপুত্রিকা ব্রত পালন করেন। তিন দিনের এই উৎসব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা এদিন উপবাস করেন।
|
Sep 26, 2024, 07:22 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'জিতিয়া' বা 'জীবিতপুত্রিকা' উৎসব বিহারের খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। বিহারের মায়েরা এই ব্রত পালন করে থাকেন। তাঁরা এটা করেন তাঁদের সন্তানের মঙ্গল কামনায়। কিন্তু এহেন এক অনুষ্ঠানকে কেন্দ্র করেই যে এমন ভয়ংকর বিপর্যয় নেমে আসবে বিহারে, কে জানত!
2/6
৭ নারী

photos
TRENDING NOW
3/6
চম্পারন থেকে বৈশালী

4/6
৪ লক্ষ টাকা

5/6
৪৩ দেহ

6/6
আশ্বিন কৃষ্ণপক্ষের সপ্তমী থেকে নবমী

এই জিতিয়া বা জীবিতপুত্রিকা ব্রত তিন দিনের উৎসব। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয় এটি। এদিন সন্তানদের নিয়ে বিভিন্ন জলাশয়ে স্নান করতে যান মায়েরা। এবারেও গিয়েছিলেন। কিন্তু কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টিতে বিহারের প্রায় সমস্ত নদীতেই জলের স্রোত এখন তীব্র। সেই স্রোতেই ভেসে গিয়েছে শিশু ও অন্যান্যরা।
photos
