সুপ্রিম কোর্টের নির্দেশের পর নবান্ন থেকে খালি হাতে ফিরলেন বিজেপি নেতারা
Jan 16, 2019, 23:55 PM IST
1/5
সুতপা সেন: বিজেপির রথ যাত্রা কর্মসূচি আটকে দিলেও নতুন করে আবেদন করায় সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে এদিন নবান্নে গিয়েছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
2/5
নবান্নে স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করে আবেদনপত্র দিতে চান বিজেপি নেতারা।কিন্তু তাঁরা ব্যর্থ হন।
photos
TRENDING NOW
3/5
মুখ্যসচিব ছিলেন না। তাঁর অফিস চিঠি নিতে অস্বীকার করে। স্বরাষ্ট্রসচিব থাকলেও বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেননি।
4/5
বিজেপি নেতাদের ভবানীভবনে চিঠি জমা দিতে বলা হয়। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের কথায়, ''এটা কি গণতন্ত্র চলছে রাজ্যে? সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না''।
5/5
রথ যাত্রায় সুপ্রিম কোর্ট নিষেধ করলেও যাত্রা-কর্মসূচি নিয়ে বিজেপিকে নতুন করে পরিকল্পনা করতে বলা হয়েছে। ফলে নতুন করে আবেদন করতে পারবে বিজেপি।