close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

বিজেপির সদর দফতরে শেষশ্রদ্ধা অরুণ জেটলিকে, দেখুন ছবিতে

Aug 25, 2019, 13:30 PM IST
1/6

s 6

s 6

দিল্লির কৈলাশ কলোনির বাসভবন থেকে রবিবার দলীয় কার্যালয়ে আনা হয় প্রয়াত অরুণ জেটলির নিথর দেহ। সেখানে তাঁর মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান পীয়ূষ গোয়েল। শনিবার দুপুরে এইমস থেকে তাঁর দেহ তার বাড়িতেই আনা হয়।

2/6

S 5

S 5

রাজধানীতে বিজেপির সদর দফতরে আজ সকাল থেকেই দলের নেতাদের ভিড়। একে একে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং, হর্ষবর্ধন সহ অন্যান্য নেতারা।

3/6

S 4

S 4

বিজেপি ছাড়াও অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন কংগ্রেস নেতা মতিলাল ভোরা, এনসিপি নেতা শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, অজিত সিং। তার আগে জেটলিকে শ্রদ্ধা জানান অমিত শাহ।

4/6

S 3

S 3

প্রাক্তন অর্থমন্ত্রীর মরদেহ মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি প্রধান জে পি নাড্ডা।

5/6

S 2

S 2

শনিবার জেটলির বাড়িতে গিয়ে জেটলির স্ত্রী সঙ্গে দেখা করে সমবেদনা জানান সোনিয়া গান্ধী, মনমোহন সিং ও রহুল গান্ধী।

6/6

s 1

s 1

এদিনই কৈলাশ কলোনির বাড়িতে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।