বয়সের ভারে অনিশ্চিত ভাগ্য, টিকিট পাওয়া নিয়ে জল্পনা বিজেপির অন্দরে

Mar 23, 2019, 19:32 PM IST
1/7

BJP_1

তাঁর বয়স ৯১। এ বারে আর ভোটে লড়ছেন না লৌহমানব এলকে আডবাণী। তাঁর কেন্দ্র গান্ধীনগর থেকে দাঁড়াচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

2/7

BJP_2

৭৬ বছর বয়সী নৈনিতাল কেন্দ্রের বিজেপি সাংসদ ভগত্ সিং খোসিয়ারিকেও টিকিট দেওয়া হয়নি এ বারে।

3/7

BJP_3

উত্তরখণ্ডের পৌরি লোকসভা কেন্দ্র থেকে জিতে আসা ৮৫ বছরের সাংসদ বিসি খান্দুরিও নির্বাচনে লড়ার সুযোগ পেলেন না।

4/7

BJP_4

প্রবীণ বিজেপি নেতা শান্তা কুমার নির্বাচনে না লড়ার কথা নিজেই জানিয়েছেন। ৮৪ বছর বয়সী ওই সাংসদের কেন্দ্র ছিল হিমালচল প্রদেশের কাংগরা।

5/7

BJP_5

তবে এখনও মুরলী মনোহর যোশীর বিষয়ে স্পষ্ট নয় বিজেপির অন্দরে। তাঁর বয়স এখন ৮৫ বছর। নিয়ম অনুযায়ী আডবাণীর মতো ভোটে লড়ার বাইরে থাকতে পারেন তিনি।

6/7

BJP_6

শোনা যাচ্ছে ইন্দওর থেকে টিকিট পেতে পারেন লোকসভার অধ্যক্ষ তথা প্রবীণ বিজেপি নেত্রী সুমিত্রা মহাজন। তাঁর বয়স এখন ৭৬ বছর।

7/7

BJP_7

জানা যাচ্ছে, ঝড়খণ্ডের ৮৪ বছর বয়সী বিজেপি নেতা করিয়া মুণ্ডাকেও বসানো হতে পারে।