রাজীবের বিরুদ্ধে 'অকাট্য' প্রমাণ নিয়ে দিল্লি রওনা দিলেন সিবিআই আধিকারিক

Feb 04, 2019, 11:44 AM IST
1/5

রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার বুকে সিবিআই ও রাজ্যপুলিসের বেনজির লড়াইয়ের পর মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে তদন্তে অসযোগিতা ও আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

2/5

কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। সিবিআইয়ের কাছে যাবতীয় তথ্যপ্রমাণ তলব করেছেন তিনি। 

3/5

এর পরই সিবিআইয়ের তরফে ফের শুরু হয়েছে তত্পরতা। জানা গিয়েছে, রাজীব কুমারের বিরুদ্ধে কলকাতায় গচ্ছিত যাবতীয় তথ্য ও সমস্ত প্রত্যক্ষ প্রমাণ নিয়ে দিল্লি যাচ্ছেন সিবিআইয়ের এক আধিকারিক। 

4/5

সোমবার দুপুরের বিমানেই দিল্লি পৌঁছবেন তিনি। জানা গিয়েছে, তাঁকে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে দিল্লিতে পৌঁছতে বলেছেন সিবিআইয়ের দিল্লির কর্তারা। 

5/5

আগামিকাল এইসব তথ্যপ্রমাণ সুপ্রিম কোর্টে পেশ করবে সিবিআই।