আটক কর্তাদের ছাড়াতে কেন্দ্রীয় বাহিনী নামাতে পারে সিবিআই: সূত্র
Feb 03, 2019, 19:40 PM IST
1/6
পুলিস বনাম সিবিআই টানটান নাটক। এদিন সারদাকাণ্ডের তদন্তে গেলে রাজীব কুমারের বাড়ির সামনে থেকে সিবিআই কর্তাদের জোর করে আটক করে কলকাতা পুলিস। সিবিআইয়ের যুগ্ম ডিরেকটরের সঙ্গে কথা হয় পুলিসের শীর্ষ আধিকারিকের। কিন্তু তার সমাধানসূত্র বেরোয়নি।
2/6
এদিন তল্লাশি চালাতে কলকাতা পুলিস কমিশনারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তা জানতে পেরে আগেভাগে লাউডন স্ট্রিটে কমিশনারের বাড়ির বাইরে জড়ো হন পুলিস কর্মীরা।
photos
TRENDING NOW
3/6
সিবিআই অফিসারদের বলা হয়, 'আপনারা থানায় যান। সেখানে নথিপত্র খতিয়ে দেখার পর রাজীব কুমারের সঙ্গে দেখা করতে পারবেন'। পুলিস নিশ্চিত হতে চায়, সমস্ত নথি হাতে রয়েছে সিবিআইয়ের। সিবিআই ডিএসপি বর্ধনের সঙ্গে সঙ্গে কথাবার্তা চালান পুলিস আধিকারিকরা।
4/6
পুলিসের কথা মেনে, সিবিআইয়ের একটি দল শেক্সপিয়র থানায় গিয়ে কথা বলতে যান। সিবিআই স্পষ্ট জানায়, যে কাজ করতে এসেছেন, সেটা সম্পূর্ণ করেই যাবেন। নিয়ম মেনেই এসেছেন তাঁরা।
5/6
এরপরই রাজীব কুমারের বাড়ির বাইরে থাকা সিবিআই আধিকারিকদের আটক করে শেক্সপিয়র থানায় নিয়ে যায় কলকাতা পুলিস। সিবিআই কর্তারা যেতে চাইছিলেন না, জোর করে টানতে টানতে নিয়ে গাড়িতে তোলা হয় তাঁদের। এমনকি সিবিআইয়ের গাড়ির চালককে ঘাড় ধাক্কা দেওয়া হয়।