পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ঝড়খালিতে পালিত হল বনমহোৎসব, দেখুন ছবিতে

| Jul 14, 2019, 18:42 PM IST
1/6

প্রতি বছরের মতো এ বছরও দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে মহাসমারোহে পালিত হল বনমহোৎসব।

2/6

রাজ্যের বন দফতরের উদ্যোগে রবিবার এই উৎসবের আয়োজন করা হয়েছিল।

3/6

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী ব্রাত্য বসু, প্রধান মুখ্য বনপাল সিদ্ধার্থ বরারি, চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন রবিকান্ত সিনহা-সহ উচ্চপদস্থ বনকর্তারা। ছিলেন বারুইপুরের পুলিস সুপার রশিদ মুনির খান।

4/6

বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এদিন উৎসবের শুভ সূচনা করেন ব্রাত্য বসু। শিশুর মা-দের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। পুরষ্কৃত করা হয় বনকর্মীদেরও।

5/6

এ দিন জলসঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি, নিজেদের বক্তব্যের মধ্য়ে দিয়ে বন সৃজনের প্রয়োজনীয়তাকে তুলে ধরেন বিশিষ্টজনেরা।

6/6

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে প্রায়শই আক্রান্ত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বনকর্মীরা। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু আশ্বাস দিয়ে বলেন, "দোষীদের শাস্তি দেওয়া হবে।" একই সঙ্গে তিনি বলেন, জন প্রতিনিধিদের রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে। তবেই সচেতনতা বৃদ্ধি হবে।"