Lok Sabha Election 2024: 'বাবা-মায়ের মতো হাত ধরে বুথে পৌঁছে দিল, প্রথম এই অভিজ্ঞতা!'

Apr 26, 2024, 15:59 PM IST
1/6

ভোটে ভাইরাল বাহিনী-পুলিসের মানবসেবা!

Central Force and Police humanitarian approach in election

প্রদ্যুৎ দাস:  জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মাটিগাড়া নকশালবাড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে চাক্ষুষ করা গেল এমনই মানবিক দৃশ্য।     

2/6

ভোটে ভাইরাল বাহিনী-পুলিসের মানবসেবা!

Central Force and Police humanitarian approach in election

প্রবল গরমে ভোট। আর সেখানে রাজ্য পুলিস এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মানব সেবার দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।   

3/6

ভোটে ভাইরাল বাহিনী-পুলিসের মানবসেবা!

Central Force and Police humanitarian approach in election

প্রচন্ড অসুস্থ ভোটার মোটরবাইকে করে নামতেই সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন রাজ্য পুলিসের দুই কনস্টেবল। ধরে ধরে এগিয়ে নিয়ে গেলেন তাঁকে।  

4/6

ভোটে ভাইরাল বাহিনী-পুলিসের মানবসেবা!

Central Force and Police humanitarian approach in election

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুধু অসুস্থ মানুষজনকেই নয়, বয়স্ক একাধিক মানুষজনকে নিজের বাবা-মায়ের মতো পরম মমতায় হাত ধরে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।   

5/6

ভোটে ভাইরাল বাহিনী-পুলিসের মানবসেবা!

Central Force and Police humanitarian approach in election

কেন্দ্রীয় বাহিনী ও পুলিসের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন সকলেই। জীবনে প্রথম এই ধরনের অভিজ্ঞতা হল বলে জানান বয়স্ক ভোটাররা। 

6/6

ভোটে ভাইরাল বাহিনী-পুলিসের মানবসেবা!

Central Force and Police humanitarian approach in election

মাটিগাড়া নকশালবাড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি বুথ ২৫/২৫৫, ২৫৬-তে  ভোট চলছে শান্তিপূর্ণ ভাবেই।