1/5
'থার্মাল ক্যামেরা'র সাহায্যে তোলা ছবির মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে চিহ্নিত করা গেল ল্যান্ডারকে
এক টানা খোঁজ চালানোর পর অবশেষে হদিল মিলল ল্যান্ডার বিক্রমের। চন্দ্রযান-২-এর অর্বিটারের মাধ্যমেই খোঁজ চালানো হয়েছে চন্দ্রপৃষ্ঠে। আর তাতেই মিলল হদিশ। চন্দ্রযান-২-এর অর্বিটারের সাহায্যেই চাঁদের বুকে খোঁজ মিলল বিক্রমের। 'থার্মাল ক্যামেরা'র সাহায্যে তোলা ছবির মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে চিহ্নিত করা গেল ল্যান্ডারকে।
2/5
প্রতিটি বস্তুর তাপমাত্রা ভিন্ন
photos
TRENDING NOW
3/5
এই শক্তি চোখে দৃশ্যমান নয়
4/5
রঙের মাধ্যমেই কোনও বস্তুকে অপেক্ষাকৃত ঠান্ডা বা উষ্ণ বস্তুর থেকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব
থার্মাল ক্যামেরার মাধ্যমে তোলা ছবিতে বিভিন্ন বস্তুর তাপ অনুযায়ী তার রঙ ভিন্ন হয়। প্রতিটি রঙ এক একটি ভিন্ন তাপমাত্রার প্রতীক। ছবির এক পাশের অংশে থাকে একটি নির্দেশক গ্রাফ। সেই গ্রাফের মাধ্যমে প্রতিটি রঙ কত তাপমাত্রা নির্দেশ করে তা জানা সম্ভব। এভাবে রঙের মাধ্যমেই কোনও বস্তুকে অপেক্ষাকৃত ঠান্ডা বা উষ্ণ বস্তুর থেকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব।
5/5
বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় থার্মাল ক্যামেরা
photos