মোদীর সঙ্গে রাজভবনে বৈঠকের পর টিএমসিপি-র NRC-CAA বিরোধী ধর্নামঞ্চে মমতা

Jan 11, 2020, 18:14 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজভবনে। সেখান থেকে বেরিয়ে   এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল নেত্রী। শনিবার সন্ধেয় রানি রাসমনিতে তৃণমূল ছাত্র পরিষদের এনআরসি বিরোধী অবস্থান মঞ্চে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

2/5

রাজভবনে এদিন সাংবাদিক প্রোটোকল মেনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দুজনের মধ্যে মিনিট ১৫ কথা হয়। বেরিয়ে এসে মমতা জানান, রাজ্যের দাবিদাওয়া নিয়ে কথা হয়েছে। ২৮ হাজার কোটি টাকা বাকি।

3/5

প্রধানমন্ত্রীর কাছে এনআরসি ও সিএএ প্রত্যাহারের আর্জিও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে দিল্লিতে কথা বলে তাঁকে জানিয়েছেন মোদীর।    

4/5

মোদী-মমতা বৈঠক নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেছে বামেরা। তাদের বক্তব্য, মমতা-মোদীর যোগসাজশ আজকের নয়, পুরনো। মহম্মদ সেলিমের কটাক্ষ, ওরা আডবাণীর স্কুলে একসঙ্গে পড়তেন। এটা তো আগেও হয়েছে। 

5/5

মমতা অবশ্য মনে করিয়ে দেন, ''এটা সাংবিধানিক দায়িত্ব। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রীরা। মিনিস্টার ইন ওয়েটিং-ও থাকে। ফিরহাদ হাকিম রাজ্যের মিনিস্টার ইন ওয়েটিং। তাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়েছিলেন।'' কারেন্সি ভবনে আমন্ত্রিত ছিলেন মমতাও। সেখানে গেলেন না। বরং বিরোধীদের প্রচারের জবাব দিতে চলে গেলেন ধর্নামঞ্চ। অনেকেই বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মমতার বাধ্যবাধকতাও রয়েছে। নইলে সেই আন্দোলনের রাশ তাঁর হাত থেকে চলে যাবে বাম-কংগ্রেসের হাতে।