এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নীচে সুড়ঙ্গ খনন শুরু করল 'চণ্ডী'

Jan 25, 2019, 15:45 PM IST
1/6

ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হল শুক্রবার।

2/6

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নীচ দিয়ে যাবে এই সুড়ঙ্গ।

3/6

যে টানেল বোরিং মেশিন সুড়ঙ্গটি খনন করছে, তার নাম 'চণ্ডী'।

4/6

ওয়েস্ট-এর দিকে মেট্রো যাবে এই  টানেলের মধ্যে দিয়ে।

5/6

আগামী মাসে ইস্ট-এর দিকের টানেল তৈরির কাজও শুরু হবে।

6/6

দুটি টানেলের কাজ শেষ হতে সময় লাগবে এক বছর।