Sevak To Rongpo Tunnel: শেষ হল সেবক-রংপোর মধ্যে দীর্ঘতম রেল টানেলটির নির্মাণকাজ

Jan 24, 2023, 16:41 PM IST
1/6

সেবক থেকে রংপো পর্যন্ত তৈরি হচ্ছে মোট ১৪টি টানেল। এর মধ্যে দীর্ঘতম টানেলটির নির্মাণ শেষ হয়ে গেল।

2/6

সেবক-রংপো নির্মীয়মান টানেলগুলির মধ্যে দীর্ঘতম টানেল হল ১১ নম্বর টানেল। এটির দৈর্ঘ ৩.২ কিলোমিটার।

3/6

অন্যান্য টানেলগুলির দৈর্ঘ ৬০০ মিটার থেকে দেড় কিলোমিটার হলেও কালিম্পং জেলার তারখোলায় এই টানেলটিই সবচেয়ে বেশি।

4/6

দীর্ঘতম এই টানেলটি তৈরি হতে সময়ে লেগেছে প্রায় আড়াই বছর। কাজ শেষের পর এটির পরির্দশনে আসেন ডিআরএম ডি কে সিং। সেই উপলক্ষ্যে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন কালিম্পংয়ের জেলা শাসক আর বিমলা।

5/6

টানেল পরির্দশনের পর ডি আর এম ডিকে সিং জানান, "মোট ১৪ টি টানেলের মধ্যে ১১ নম্বর টানেলের কাজ সফলভাবে শেষ হয়েছে৷ কালিম্পং জেলার মেলি স্টেশনের সামনে রয়েছে এই ৩.২ কিলোমিটার দীর্ঘ এই রেল টানেল। ৩৯ কিলোমিটার মোট টানেলে মধ্যে ২৬ কিলোমিটার টানেলের কাজ শেষ হয়ে গিয়েছে।

6/6

ডিআরএম আরও বলেন, টানেল যত বড় হয় কাজ করতে ততটাই সমস্যা হয়। আশা করছি আগামী জুন-জুলাই মাসের মধ্যে আরও ২ টানেলের কাজ শেষ হয়ে যাবে।  ২০২৪ মধ্যে এই রেল টানেল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। অন্যদিকে ছোট ছোট ব্রিজের কাজও শেষ হওয়ার পথে।