Exclusive Photo: আংটি বদল করলেন শ্রাবন্তীর প্রাক্তন, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে কৃষ্ণ?

| Jan 24, 2023, 15:09 PM IST
1/6

কৃষ্ণের বাগদান

সম্প্রীতি সিকদার: অতীত ভুলে নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষ্ণ ভিরাজ। সম্প্রতি বাগদান পর্ব সারলেন সুপার মডেল। ২০১৭ সালে একটি বিলাসবহুল হোটেলে সইসাবুদ করে বিয়ে করেছিলেন শ্রাবন্তী ও কৃষ্ণ। কিন্তু সেই বিয়ের মেয়াদ ছিল কয়েকমাস। অতীত পিছনে ফেলে শ্রাবন্তী এগিয়ে গিয়েছেন অনেক আগেই, এবার পালা কৃষ্ণ।  

2/6

কৃষ্ণের বাগদান

কৃষ্ণের হবু কনের নাম আর্শিয়া সিনহা। প্রেম করে নয়, দুই পরিবারের সম্মতিতে আর্শিয়া ও কৃষ্ণের অ্যারেঞ্জড ম্যারেজ হতে চলেছে।  

3/6

কৃষ্ণের বাগদান

আর্শিয়া বালিগঞ্জের বাসিন্দা। গত শনিূবার দক্ষিণ কলকাতার এক ব্যাঙ্কোয়েটে বাগদান পর্ব সারেন তাঁরা।  

4/6

কৃষ্ণের বাগদান

এদিন দুজনেই সেজে ছিলেন সাবেকি সাজে। আর্শিয়া পরেছিলেন আকাশী লেহেঙ্গা ও কৃষ্ণ পরেছিলেন শেরওয়ানি।  

5/6

কৃষ্ণের বাগদান

বাগদান পর্ব শেষে কৃষ্ণ বলেন, ‘ওর আনুগত্য আমাকে আকর্ষিত করেছিল। আজ অবধি দেখা, ঐ আমার জীবনে সেরা মানুষ। দুজনের বাবা-মাই খুব খুশি। তাই আমরা ভবিষ্যত নিয়ে আশাবাদী।’  

6/6

কৃষ্ণের বাগদান

আংটি বদলের পরেই আগামী ল্যাকমে ফ্যাশন উইকের প্রস্তুতি শুরু করেছেন সুপারমডেল কৃষ্ণ। এই বছর ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন কৃষ্ণ ও আর্শিয়া।