ভ্যাকসিনের হাহাকারের মধ্যেই Kolkata-য় এল Covishield-এর ৪ লক্ষ ডোজ
Apr 28, 2021, 16:48 PM IST
1/6
দেশজুড়েই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভ্যাকসিনের জন্য লড়াই। রাত থেকেই হাসপাতালে লাইন দিয়ে বসে থাকছেন অনেকে। তাদের জন্য এবার স্বস্তির খবর।
2/6
পুনে থেকে আজ রাজ্যে এল কোভ্যাকসিনের ৪ লক্ষ ডোজ। আজ স্পাইস জেটের বিমানে ওইসব ভ্যাকসিন ডোজ নামে কলকাতা বিমানবন্দরে।
photos
TRENDING NOW
3/6
দুপুর আড়াইটে নাগাদ আসা ওইসব ভ্যাকসিন ডোজ রাজ্যের তরফে নেওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের নোডাল অফিসার গৌতম চৌধুরী। তিনি জানান, বিমানবন্দর থেকে ওইসব ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে বাগবাজারে। সেখানেই আপাতত তা স্টোর করা হবে।
4/6
উল্লেখ্য, আসলে এদিন পুনে থেকে পাঠানো হয় মোট ১০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন ডোজ। এর মধ্যে বাংলা পাবে ৪ লক্ষ ডোজ। অন্য়ান্য রাজ্যে যাবে বাকী ৬ লক্ষ ভ্যাকসিন ডোজ। সেগুলি পাঠানো হচ্ছে হেস্টিংসের সেন্ট্রাল স্টোর।
5/6
সূত্রের খবর, আপাতত ১ লক্ষ ভ্যাকসিন ডোজ দেওয়া হবে যারা বেসরকারি হাসপাতালে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি প্রথমবার ভ্যাকসিনও দেওয়া শুরু হবে।
6/6
এদিকে, ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এনিয়ে বেসরকারি হাসপাতালে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাদের দাবি ওই বিপুল ভ্যাকসিন মজুতের পরিকাঠামো তাদের কাছে নেই এর জন্য সরকারি সাহায্যের প্রয়োজন।