কঠিন পরিস্থিতি থেকে ক্রমশ বেরিয়ে আসছে দিল্লি। শনিবার দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট কমে হল ৩.৫৮ শতাংশ। ১ এপ্রিলের পর পজিটিভিটি রেট এই প্রথম এতটা কমল।
2/5
শনিবার দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২,২৬০ জন। আক্রান্তের সঙ্গে গত ৩১ মার্চের পর এতটা নামল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,৮২ জনের। এর পরেও করোনা নিয়ন্ত্রণে কোনও ঢিলেমি দিলে চলবে না বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
photos
TRENDING NOW
3/5
অন্যদিকে, দিল্লির অ্যাকটিভ কেসলোড কমে হয়েছে ৩১,৩০৮। পাশাপাশি সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৯৬.১৬ শতাংশ।
4/5
উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা টেস্টের সংখ্যা বাড়িয়ে দিয়েছিল দিল্লি সরকার। গত এক মাসে রোজ ৮০ হাজার থেকে ১ লাখ টেস্ট করিয়েছে দিল্লি সরকার। সেসময় রাজ্যের পজিটিভিট রেট ছিল ২৫ শতাংশ। এবার তা কমল অনেকটাই।
5/5
শুক্রবার দিল্লিতে করোনা আত্রান্ত হয়েছিলেন ৩,০০৯ জন। মৃত্যু হয়েছিল ২৫২ জনের। পজিটিভিটি রেট ছিল ৪.৭৬ শতাংশ। শনিবারের হিসেব ধরলে পরপর চারদিন আক্রান্তের সংখ্যা ৪০০০ নীচে নেমে এল।