ট্রেন বাতিল হলে বা সফর করতে না চাইলে কীভাবে ফেরত পাবেন টাকা, জানিয়ে দিল রেল

Mar 21, 2020, 15:24 PM IST
1/5

S 5

S 5

ভিড় এড়াতে রিফান্ড নিয়মে ছাড় দিল রেল। কাউন্টার থেকে কাটা টিকিটের দাম ফেরতের ব্যাপারে নিয়ম শিথিল করা হল। তবে ই-টিকিটের ক্ষেত্রে নিয়ম একই থাকছে।

2/5

S 4

S 4

২১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে টিকিট দেখিয়ে সফরের তারিখের ৪৫ দিন পর্যন্ত টাকা ফেরতের আবেদন করা যাবে।

3/5

S 3

S 3

ট্রেন বাতিল না হলেও যাত্রী যদি সফর করতে না চান সেক্ষেত্রে সফরের তারিখের ৩০ দিনের মধ্যে টিকিট ডিপোজিট রিসিপ্ট দেখিয়ে টাকা ফেরত নেওয়া যাবে।

4/5

S 2

S 2

যাঁরা ১৩৯ এর মাধ্যমে টিকিট বাতিল করবেন তাঁরা সফরের তারিখের ৩০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।

5/5

s 1

s 1

শনিবার রাত মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলবে না। রেলও পালন করবে জনতা কার্ফু।