৯০ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থ ৯৩.৬ শতাংশ

Nov 20, 2020, 10:24 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন:  বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার কমল করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ প্রায় ৪৬ হাজার। বহুদিন ধরে ৫০ হাজারের কম ছিল করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেই সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছিল।  দেশের মধ্যে কেরল, দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সবথেকে বেশি।

2/6

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৮২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লাখ অতিক্রম করল। তবে, বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে থাকা ব্রাজিল এক মাসেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে রখেছে।

3/6

আমেরিকাতেও ক্রমশ বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ দৈনিক সংক্রমণ ১ লক্ষ ২৬ হাজার। গোটা করোনাকালে যা এখনও অবধি সর্বোচ্চ। দেশের দৈনিক মৃত্যু সংখ্যা গত দু’দিনে ৫০০ এর বেশি, গতকাল মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। দেশে এখনও অবধি করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৫৬২ জনের। এর প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে।

4/6

 তবে স্বস্তির খবর, দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার ৯৩.৬ শতাংশ অতিক্রম করেছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ৪ হাজার ৩৬৫ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৮৪ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ১৬২।  যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। 

5/6

মহারাষ্ট্রে  মোট আক্রান্তের সংখ্যা ১৭,৬৩,০৫৫ জন।  যার মধ্যে বৃহস্পতি বার আক্রান্ত হয়েছে ৫৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। 

6/6

জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যকর্মী ও প্রবীণ ব্যক্তিরা পেতে পারেন অক্সফোর্ডের কোভিড রোধের ভ্যাকসিন। যার জন্য খরচ হতে পারে মাত্র ১০০০ টাকা।