১৫ অগাস্টেই করোনামুক্তির পথে হাঁটবে দেশ! জীবনদায়ী ভ্যাকসিনটি পেতে পারেন সর্বস্তরের মানুষ

Jul 03, 2020, 11:27 AM IST
1/5

ফাইল চিত্র

দেশের স্বাধীনতা দিবসেই কি দেশে করোনা মুক্ত অভিযানের সূচনা হবে? আশার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে।  

2/5

ফাইল চিত্র

 শোনা যাচ্ছে আগামী ১৫ অগাস্টেই ভারতে প্রস্তুত করা করোনা ভাইরাস ভ্যাকসিনটি  সর্বস্তরে চালু করা হতে পারে।  

3/5

ফাইল চিত্র

এই ভ্যাকসিনটি তৈরি করেছে হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা 'ভারত বায়োটেক' প্রস্তুত করেছে।

4/5

ফাইল চিত্র

৭ জুলাই থেকে মানবশরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হবে, গোটা জুলাই মাস ধরেই নাকি চলবে এর ক্লিনিকাল ট্রায়াল।

5/5

১৫ অগাস্টেই করোনামুক্তির পথে হাঁটবে দেশ! জীবনদায়ী ভ্যাকসিনটি পেতে পারেন সর্বস্তরের মানুষ

১৫ অগাস্টেই করোনামুক্তির পথে হাঁটবে দেশ! জীবনদায়ী ভ্যাকসিনটি পেতে পারেন সর্বস্তরের মানুষ

৩০ জুন প্রথম ভারত সরকার দেশে তৈরি কোভিড -১৯ কে প্রতিরোধকারী ভ্যাকসিনটির মানব দেহে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছিল। ভারত বায়োটেকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, আইসিএমআর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির- সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করেছে তারা।